বিশ্ববিদ্যালয় ও শিক্ষক
বিশ্ববিদ্যালয় শি ক্ষকদের মূল্যায়ন প্রয়োজন। এ নিছক সাধারণ জনদাবি নয়, আমার ধারণা খোদ শিক্ষকদের ভেতর যারা সংবেদনশীল তারা নিজেরাই এমন ভাবনা ভাবছেন। দেশে এত এত বিশ্ববিদ্যালয়, হাজার হাজার পড়ুয়া। তাদের মূল্যায়ন করেন শিক্ষকরা। কিন্তু তাদেরও যে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রয়োজন সেকথা এখন অনুভূত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণি পেলে শিক্ষক হওয়া যায়। পাবলিক তথা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া একেবারে নিশ্চিন্ত জীবন। আর তাই শিক্ষক হতে প্রথম বর্ষ থেকেই ভাল রেজাল্টের পেছনে ছুটে ভবিষ্যতের শিক্ষকরা। অনেক শিক্ষার্থীই লেখাপড়া ও জ্ঞান অর্জনকেই শ্রেয় মনে করে ভাল পড়ালেখা করে শিক্ষক হতে চান। তবে একটা বড় অংশই পথ ধরেন রাজনীতির। শিক্ষকদের ভেতর যে গ্রুপ শক্তিশালি তাদের নেটওয়ার্কে ঢুকে যেতে পারলে আর কিছুটা ভাল রেজাল্ট থাকলে পথটা কোথাও আর অসমতল থাকে না তাদের জন্য।
- ট্যাগ:
- মতামত
- বিশ্ববিদ্যালয়
- শিক্ষক
- মূল্যায়ন