অহিংস দিবস ও মহাত্মা গান্ধী
১৮৬৯ সালের ২ অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের গুজরাট প্রদেশের পারবন্দর শহরে জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে মহাত্মা গান্ধী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। অহিংস মতবাদে বিশ্বাসী একজন সাধারণ মানুষ অসাধারণ এক আন্দোলনের সূচনা করে বিশ্ববাসীর হৃদয়মন্দিরে স্থান করে নিয়েছিলেন। মানবজাতিকে নৈতিক আহ্বান জানিয়ে মহাত্মা গান্ধী শুদ্ধতম শক্তির পথ দেখিয়ে গেছেন। অসাম্প্রদায়িক মনমানসিকতা, অকৃত্রিম মানবপ্রেম মহাত্মা গান্ধীর চরিত্রভূষণ ছিল। সত্যাগ্রহ আন্দোলনের অপরাধে তাকে ১৩ বার কারাবরণ করতে হয়েছে। ১৯২২ সালে তৎকালীন একটি পত্রিকায় ব্রিটিশবিরোধী এক নিবন্ধ লেখার জন্য ছয় বছর কারাদণ্ড ভোগ করতে হয় তাকে। তিনি বিশ্বাস ও আস্থায় ছিলেন অবিচল। ছিলেন প্রচণ্ড আধ্যাত্মিক শক্তিধর একজন মানুষ। তার জন্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। ২০০৭ সালে জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবসের প্রস্তাব সর্বসম্মতিক্রমে স্বীকৃত হয়। সেই থেকে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনটি আন্তর্জাতিভাবেই গৌরব বহন করে আসছে অহিংস দিবস হিসেবে।