![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/6CE5/production/_120777872__120777181_hi071003852.jpg)
কয়েক সপ্তাহের মধ্যে চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, নিরাপত্তার শঙ্কায় আমেরিকা
উত্তর কোরিয়া জানিয়েছে যে তারা বৃহস্পতিবার নতুন একটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক মাসের কম সময়ের মধ্যে এনিয়ে চতুর্থবার তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো দেশটি।
নতুন এই অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল পরীক্ষার কয়েকদির আগেই উত্তর কোরিয়া একটি হাইপারসনিক মিসাইল উদ্বোধন করেছে, যেটির পারমাণবিক অস্ত্রের সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মন্তব্য করেছেন যে এসব অস্ত্র পরীক্ষাগুলো 'অস্থিতিশীলতা ও অনিরাপত্তার আশঙ্কাকে আরো বাড়িয়ে দিচ্ছে'।