![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567542666.jpg&path=/uploads/news/2021/Sep/30/1633004281180.jpg&width=600&height=315&top=271)
এএসআই পিয়ারুল হত্যায় মাদক ব্যবসায়ী রিমান্ডে
মাদকসেবির ছুরিকাঘাতে রংপুরে পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যার ঘটনায় পলাশ মিয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল-মাহবুব এ রিমান্ড মঞ্জুর করেন।