বিশ্বব্যাংকের ‘ইজ অব ডুয়িং বিজনেস সূচক’ আর নয়
বিশ্বব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে, ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচক ভবিষ্যতে আর প্রকাশ করা হবে না। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বিশ্বব্যাংক ভবিষ্যতে আর এই সূচক প্রকাশ করবে না। তবে অনেকেই বিশ্বাস করতে পারেননি যে সত্যি সত্যি ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচক প্রকাশ বন্ধ করে দেওয়া হবে। ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচক প্রকাশের সময় বেশ কিছু অসংগতি ধরা পড়ায় বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ এবং ২০২০ সালের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচক প্রকাশ করা হয়, সেখানে কিছু তথ্যের গরমিল পরিলক্ষিত হয়। এরপর বিশ্বব্যাংক ইস্যুটি নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা শুরু করে। পর্যালোচনাকালে উল্লিখিত তথ্যে এমন কিছু অসংগতি পরিলক্ষিত হয়, যা বিশ্বব্যাংকের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে।
- ট্যাগ:
- মতামত
- বিশ্বব্যাংক
- সূচক
- বিশ্বব্যাংকের সহায়তা