 
                    
                    ঢাবির দুই প্রকৌশলীসহ চার জন বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই জন প্রকৌশলী ও একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজন কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বরখাস্তের এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবারের (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনায় বৈদ্যুতিক কাজ সংক্রান্ত এলবিএস ও সিটি পিটি ক্রয় ও সংস্থাপনে অনিয়ম এবং অফিস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে উপস্থিত না থাকা, অসৌজন্যমূলক আচরণ এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী আচরণের প্রমাণ পাওয়ায় সংগীত বিভাগের একজন অস্থায়ী কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                