১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনা হাইকোর্টে নজরে আনলেন আইনজীবী
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনা হাইকোর্টে নজরে এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চের নজরে আনা হয়।
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বিষয়টি আদালতের নজরে আনেন। দুপুর ২টার পর এ বিষয়ে শুনানি হবে বলে জানান আইনজীবী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিক ফারহানা ইয়াসমিন বাতেন পদত্যাগ করেছেন।