রোববার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডেসটিনি ও যুবকের অনেক সম্পদ আছে, ন্যায্য দামে বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে, তা দিয়ে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে। দুটি প্রতিষ্ঠানের প্রতারণার শিকার প্রায় ৫০ লাখ গ্রাহক, যাঁদের অনেকে সহায় সম্পদ হারিয়ে এখন নিঃস্ব। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কাউকে (কোনো সংস্থা) দিয়ে সংযুক্ত করে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে।
তবে দুই মন্ত্রীর বক্তব্যে গরমিলও আছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে বাণিজ্যমন্ত্রীর দাবি নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী। অর্থাৎ বিষয়টি এখনো বাতকে বাত, বাস্তবে কিছু করা হয়নি।