
সালাহ-ফিরিমিনোর জোড়া গোলে লিভারপুলের বড় জয়
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৮
মিসরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহ-সাদিও মানে-রবার্তো ফিরমিনো, লিভারপুলের আক্রমণভাগের ‘ভয়ংকর’ রুপ দেখল পর্তুগালের ক্লাব পোর্তো। একের পর এক আক্রমণে পোর্তোকে ৫-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইয়ুর্গেন ক্লপের দল।
মঙ্গলবার রাতে গ্রুপ অব ডেথ খ্যাত ‘বি’ গ্রুপের ম্যাচটি একপেশে করে নিয়েছিল লিভারপুল। প্রথমার্ধ্বে দুটি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দ্বিতীয়ার্ধে তার বদলি নামা রবার্তো ফিরমিনো রুপ নেন সালাহর, করেন জোড়া গোল। অন্য গোলটি সাদিও মানের। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন মেহদি তারেমি। লিভারপুলের হয়ে শেষ ছয় ম্যাচে টানা ছয় গোল করলেন সালাহ।