উৎসবের ঋতু শরৎ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২০
নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ ঋতু শরৎ, বাংলার তৃতীয় ঋতু। শ্রাবণ শেষে এর উপস্থিতি, যে ঋতু ভাদ্র আর আশ্বিন এ দু'মাস মিলে গঠিত। এ ঋতুতে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আগমন ঘটে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মহাসমারোহে পালিত হয় দুর্গোৎসব।শ্রাবণ শেষে মুষলধারায় বৃষ্টির সমাপ্তি ঘটলে বাংলার নিসর্গ নতুনভাবে সজ্জিত হয়। নভো-এর বুকে উড়ে বেড়ায় শুভ্রমেঘ, মেঘ-রোদের লুকোচুরি খেলায় প্রকৃতি হয়ে ওঠে ঝলমলে, বাতাস হয়ে ওঠে অমলিন।