দখল আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে কাকশিয়ালী
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯
দখল আর দূষণে দিন দিন হারিয়ে যেতে বসেছে কাকশিয়ালী নদীর ঐতিহ্য। এক সময় নদীতে দেশের বিভিন্ন বন্দর থেকে লঞ্চ ও মালবাহী কার্গো আসতো। নদীতে সবসময় শোভা পেতো পাল তোলা নৌকা। নদীর পানির কুল কুল ধ্বনিতে মুখরিত থাকতো এ অঞ্চল। তবে অতিদুঃখের বিষয়, নদীতে এখন আর আগের মতো স্রোত নেই। নদীকে ঘিরে জীবিকা নির্বাহ করতেন সাধারণ মানুষ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নদী দূষণ
- অস্তিত্ব সংকট