You have reached your daily news limit

Please log in to continue


কেন আইনি ব্যবস্থা নিচ্ছেন শাবনূর?

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর জানিয়েছেন, তিনি শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন। কিছু অসাধু ব্যক্তিকে শায়েস্তা করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু কেন? জানা গেছে, শাবনূরের নামে বিভিন্ন ফেসবুক পেজ, অ্যাকাউন্ট খুলে পরিচালনা করছে অজ্ঞাত কিছু লোক। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবেন নায়িকা।

এ বিষয়ে শাবনূর সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খুব বিরক্ত। অনেক দিন ধরে শুনে আসছি, আমার নামে ফেসবুকে অনেকেই বিভিন্ন নামে আইডি খুলেছেন। আমার নাম ভাঙিয়ে অর্থনৈতিক সুবিধা আদায়সহ নানা ধরনের অনৈতিক কাজ করছেন। এমনকি ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তারা। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকে কপিরাইট ক্লেম দিচ্ছে! লাইভে এসে এসব অসাধু ব্যক্তিকে সাবধান করেছি। এরপরও না শোধরালে শিগগিরই আইনি ব্যবস্থা নেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন