মুক্তিপণ আদায় করতে মধ্যযুগীয় কায়দায় প্লায়ার্স দিয়ে ১৫ বছর বয়সী ফয়সাল হোসেন নামের এক দোকান কর্মচারীর আঙ্গুলের নখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাটোর যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল রোববার নাটোর সদর থানায় মামলা হলে ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাটোর সদর উপজেলার নবীনগর গ্রামের ইসাহাক আলীর ছেলে একরাম হোসেন ওরফে সুমন (৩৫) এবং শহরের চকরামপুর আনিসুর রহমানের ছেলে মো. আবির (২৬)।