বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব চালু হচ্ছে না আজ!
সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিভিন্ন দেশের প্রবাসী কর্মী ও যাত্রীদের জন্য দ্রুততম সময়ে করোনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। তবে আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) এই ল্যাবরেটরি চালু করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার সরেজমিন বিমাবন্দরে নির্মিতব্য বিভিন্ন প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরি কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ আজ থেকে তা চালুর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তবে এখনো স্বাস্থ্য বিভাগের কারিগরি কমিটির ইতিবাচক সাড়া না পাওয়ায় যাত্রার ছয় ঘণ্টা আগে ল্যাবরেটরিগুলো থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ শুরু করা যাচ্ছে না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে