![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/09/24/153059ronald-koeman.jpg)
আমি কিছুই করিনি; অকারণে লাল কার্ড দেখিয়েছে : কোম্যান
সময়টা খুব খারাপ যাচ্ছে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের। মেসি চলে যাওয়ার পর মাঠে তার দলের পারফর্মেন্স খুব খারাপ। এর মাঝেই গতকাল বৃহস্পতিবার রাতে কাদিসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের শেষ সময়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদের জেরে তাকে লাল কার্ড দেখানো হয়।
- ট্যাগ:
- খেলা
- ফুটবলার
- লাল কার্ড
- রোনাল্ড কোম্যান