You have reached your daily news limit

Please log in to continue


তামিমের কাউন্সিলরশিপ নিয়ে অদ্ভুত আপত্তি!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে অদ্ভুত আপত্তিপত্র জমা পড়েছে। ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলরশিপ পাওয়া তামিমের বিপক্ষে সাবেক ক্রিকেটার হালিম শাহর সই করা আপত্তিপত্র নির্বাচন কমিশন গ্রহণ করেছে। এদিকে তামিমের কাউন্সিলরশিপ নিয়ে কোনো আপত্তিপত্র দেননি বলে জানিয়েছেন কানাডাপ্রবাসী হালিম। তিনি এখন বাংলাদেশে। বিসিবির পরিচালক, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান কাউন্সিলরশিপই পাননি। নির্বাচন কমিশনে প্রায় ৩০টি অভিযোগ জমা পড়েছে। বুধবার মিরপুর স্টেডিয়ামে ইফতেখারের মতো কাউন্সিলরশিপ-বঞ্চিত সংগঠকরা অভিযোগপত্র জমা দিয়েছেন। আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। সিদ্ধান্ত পক্ষে না এলে আপত্তিকারীরা পরের ধাপে এগোবেন। ৬ অক্টোবর বিসিবির নির্বাচন।

বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন কমিশন ১৫ ক্লাবকে কাউন্সিলর পদ দেয়নি। বাদ পড়েছে ছয় জেলাও। ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে তামিমের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তিপত্রে বলা হয়েছে, আইসিসি স্বীকৃত ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। অথচ,

তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আগেই। আপত্তিপত্রে আরও বলা হয়েছে,

তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন এবং তাকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি। বাস্তবতা হলো, তামিম এই ক্লাবের যুগ্ম-সম্পাদক এবং তাকে কাউন্সিলর করা চিঠিতে স্বাক্ষর করেছেন ক্লাবটির সভাপতি খালেদ মাহমুদ। এদিকে দেরিতে কাউন্সিলরশিপ জমা দেওয়ার অভিযোগ এনে সাবেক সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে আবেদন পড়েছে ১০টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন