![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fcb39f031-d3bd-4073-8d1b-8b29251dd029%252F31dc0632_4d48_4307_a5d0_dbf80ae9efe7.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
পরিবারে বাল্যবিবাহ থাকলে ভিজিডি নয়: সংসদীয় কমিটি
পরিবারে কারও বাল্যবিবাহ হয়ে থাকলে সরকারের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) সহায়তা না দেওয়ার সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।