ঘন ও লম্বা চুল পেতে যেভাবে ব্যবহার করবেন রসুন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৫
চুল একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য বিকশিত করে। চুল ছাড়া নারী কিংবা পুরুষ কারোই সৌন্দর্যে পরিপূর্ণতা আসে না। এমনকি ঘন কালো চুল একজন মানুষকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। কারণ মাথায় যদি চুল না থাকে বা কম থাকে, তবে হীনমন্যতায় ভুগতে হয়। তাছাড়া বয়সের আগেই বয়স্ক দেখায়।
তবে সবকিছুরই যত্নের প্রয়োজন হয়। যত্ন ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না।
ঠিক তেমনি চুলের প্রতিও যত্নশীল হতে হয়। নইলে চুলের বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। অনেকেরই দেখা যায়, কোনোভাবেই মাথার চুল বাড়ছে না। নানান নামীদামী প্রসাধনীও এক্ষেত্রে কাজে দিচ্ছে না। তবে চিন্তার কিছু নেই।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য
- লম্বা
- চুলের যত্ন
- ঘন চুল