দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দরে আটকা শত শত ট্রাক
ট্রাকচালকদের ৭২ ঘণ্টা কর্মবিরতির দ্বিতীয় দিনে বুধবার (২২ সেপ্টেম্বর) বেনাপোল থেকে সবধরনের পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা যায়, কয়েকটি ট্রাক বন্দর থেকে পণ্য লোড করেছে। কিন্তু গন্তব্যে যেতে না পারায় বন্দর এলাকায় আটকা পড়েছেন ট্রাকচালকরা। কর্মবিরতির সমর্থনে মাইকিং চলছে সংগঠনের পক্ষ থেকে।