যখন স্মৃতি হারিয়ে যায়....

প্রথম আলো তাওহিদা জাহান শান্তা প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯

‘ডেকে ওঠো যদি স্মৃতিভেজা ম্লান স্বরে,/ উড়াও নীরবে নিভৃত রুমালখানা/ পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে/ আমারি কেবল থাকবে না পথ জানা’। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা দিয়ে শুরু করলাম। মানুষমাত্রই স্মৃতিকাতর। যেন জীবনের সুন্দর স্মৃতিগুলো নিয়েই মানুষ বাঁচে আর আনমনে হাসে। একবার ভাবুন তো সেই স্মৃতি যদি একদিন আচমকা হারিয়ে যায়, চিরচেনা বাড়ি ফেরার পথ যদি কোনো দিন অচেনা লাগে, তখন জীবন কেমন হবে? আমাদের পক্ষে হয়তো সেই অনুভূতি বোঝা সম্ভব নয়। তবে আমাদের মনের ঘরে জমা স্মৃতির দরজা কখনো বন্ধ হয়ে যেতে পারে।


চিকিৎসাবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া। ডিমেনশিয়া মস্তিষ্কের একধরনের রোগ, যা মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে। এ রোগে স্নায়ুকোষ, তথ্যবাহী স্নায়ুতন্তু ও স্নায়ু সংযোগ নষ্ট হয়ে যায়। মস্তিষ্কের যেসব স্থানে স্মৃতি সংরক্ষিত থাকে, সেগুলোই প্রধানত আক্রান্ত হয় এই রোগে। এর কারণে রোগী কিছু মনে রাখতে না পারেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও