স্পেনের উপকূলে একে একে ভেসে এলো ৮ অভিবাসীর মরদেহ
স্পেনের সমুদ্র উপকূল থেকে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত দু’দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় এসব মরদেহ উদ্ধার করা হয়। মৃত এসব অভিবাসীদের মধ্যে তিনজন নারী এবং একজন শিশু। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমেরিয়া শহরের কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, রোববার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সমুদ্র উপকূলজুড়ে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই এক বা একাধিক নৌকায় অবস্থান করছিলেন।