![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F06%2Fkushtia-corona-pic.jpg%3Fitok%3DNK1zZbXn)
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনা পজেটিভ ও দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশরাফুল আলম। চিকিৎসক জানান, বর্তমানে হাসপাতালে ২৫ জন করোনায় আক্রান্ত এবং ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।