![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpolice1-20210712175820-20210922051404.jpg)
বগুড়ায় গরু চুরির অভিযোগে নারী গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জে গরু চুরির অভিযোগে খাদিজা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের একটি কলাবাগান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। খাদিজা বেগম ওই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।