![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbarisal-20210920182116.jpg)
ভাঙা ব্যাডমিন্টন ব্যাটের আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক
রাজধানীর খিলগাঁওয়ে কলহের জেরে ভাঙা ব্যাডমিন্টন ব্যাটের আঘাতে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আব্দুর রহমানের স্ত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে খিলগাঁও পূর্বগোড়ান মদিনা মসজিদ গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।