অনুন্নয়ন খাতে বরাদ্দ বাড়লেও কমছে উন্নয়নে
ইত্তেফাক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:২০
প্রতি বছরই অনুন্নয়ন খাতে ব্যয় বাড়ছে। বাজেটে ব্যয় বরাদ্দ বাড়লেও তুলনামূলক উন্নয়ন বাজেটের হার তেমন বাড়েনি। বাজেটে উন্নয়ন খাতের বরাদ্দ নেমে এসেছে প্রায় এক-তৃতীয়াংশে। একইভাবে উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নের হারও কম। বছরের শুরুতে সামান্যই বাস্তবায়ন হয়। বছর শেষেও পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয় না। এমনকি কোনো বছরই ঘোষিত বাজেট তো নয়ই, বরং সংশোধিত বাজেটেরও পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।