যে আইনের পরিসমাপ্তি দরকার, তার মেয়াদ কেন বাড়ল
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) ২০১০-এর তৃতীয় বর্ধিত মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষ হতে যাচ্ছে। সিপিডিসহ সিভিল সোসাইটি সংগঠনগুলো এই আইনের পরিসমাপ্তি টানা বিশেষভাবে প্রয়োজন বলে মনে করে। কিন্তু গত ৬ আগস্ট মন্ত্রিপরিষদের বৈঠকে এই আইন পুনরায় ৫ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে বর্তমান জাতীয় সংসদ অধিবেশনে ১৫ সেপ্টেম্বর এই আইন উপস্থাপিত হয়েছে এবং অতি দ্রুত ১৬ সেপ্টেম্বর এটি পাস হয়েছে।
আমরা মনে করি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের সার্বিক স্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনটি পুনরায় সময় না বাড়ালেই যথার্থ হতো। এই আইনের বারবার সময় বৃদ্ধির ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অদক্ষতা, অপচয় ও ক্ষেত্রবিশেষে অপব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।