দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত শুরু
মহামারি করোনার কারণে দেড় বছর পর গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে দর্শনা আন্তর্জাতিক স্থল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীরা যাতায়াত শুরু করেছে।
দর্শনা ইমিগ্রেশন ওসি মো. আব্দুল আলীম জানান, করোনা মহামারির কারণে গত ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছরে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর গত ১৭ মে থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ভারতের গেদে চেকপোস্টে মেডিকেল বুথ না থাকায় ভারতগামী কোনো যাত্রী তারা নিতে পারেননি।