![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Ffeature%2Fimages%2Frozina_islam_0.jpg%3Fitok%3DTxI6J0hf%26timestamp%3D1621498084)
সাংবাদিক রোজিনার পাসপোর্ট ফেরতের আবেদন নাকচ
অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় জামিনে থাকা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাসপোর্ট, দুটি মোবাইল ফোন ও পিআইডি কার্ড ফেরত চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত।
আজ রোববার মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এ আদেশ দেন।