জনস্বার্থসংশ্লিষ্ট মামলাগুলোয় সুপ্রিমকোর্টের উভয় বিভাগ যুগান্তকারী নির্দেশনা বা রায় দিলেও তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার বিষয়টি দুঃখজনক। এর ফলে দেশ ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলত রাজনৈতিক মদদপুষ্ট প্রভাবশালীদের কারণে উচ্চ আদালতের নির্দেশনার বেশিরভাগ তামিল হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অবশ্য একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও অবহেলার অভিযোগও রয়েছে। এ অবস্থায় দেশের আইন বিশেষজ্ঞরা মনিটরিং সেল গঠনের মাধ্যমে রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাদের মতে, যত প্রভাবশালীই হোক, আদালতের নির্দেশনা অমান্যকারীদের আইনের আওতায় আনা জরুরি। উল্লেখ্য, বেসরকারি পর্যায়ে কর্মরত মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ছাড়াও বিক্ষিপ্তভাবে কিছু সংগঠন জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মামলা করে থাকে। এছাড়া সুপ্রিমকোর্টের বেশ কয়েকজন আইনজীবী ব্যক্তিগতভাবেও এ ধরনের মামলা করে থাকেন। তবে দেশের সর্বোচ্চ আদালতে জনস্বার্থে করা মামলার স্বীকৃত কোনো পরিসংখ্যান নেই। এক্ষেত্রে পরিসংখ্যান প্রস্তুতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা, যা আমলে নেওয়া উচিত বলে মনে করি আমরা।
You have reached your daily news limit
Please log in to continue
জনস্বার্থসংশ্লিষ্ট মামলার রায়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন