সুন্দরবনে বারবার আগুন: দোষ আসলে কার
নিজের শরীরে তাপ না লাগলে আগুনের উত্তাপও শুধু সাময়িক খবরেই থাকে। মে মাসে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানির আগুন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকেও হারিয়ে গিয়েছে। কিন্তু সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় দাবানলের খবর আবার আতঙ্কিত করছে, শুষ্ক মৌসুমে সুন্দরবনের ছোট আগুনই বড় রূপ নিলে কী ঘটতে পারে? সর্বশেষ আগুনের ধরন দেখে এখান থেকে বড় ধরনের আগুনের আশঙ্কা অমূলক নয় বলে মনে করেন বনজীবী মানুষ।