ফেলে দেয়া টি ব্যাগের ভিন্ন ব্যবহার জানুন
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬
চা বাঙালির নিত্যসঙ্গী। অনেকেরই সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে। প্রতিদিন অন্তত বার তিনেক চা বানানোই হয়। চা পান করতে কার না ভালো লাগে। ঘুম থেকে উঠেই ধোঁয়া ওঠা এক কাপ গরম চা না পেলে দিন যেন থমকে যায়। আর সারা দিনে হাজারো কাজের ফাঁকে বারেবারে চায়ে চুমুক দেওয়া তো আছেই। তবে চা খাওয়ার পরে যে পাতাটা পরে থাকে, সেটা নানা কাজে ব্যবহৃত হতে পারে। কিন্তু চা পাতার এমন কিছু ব্যবহার রয়েছে, যা জানলে চমকে উঠবেন। চা পাতা ফেলে দেওয়ার কথা আর ভুলেও ভাববেন না।
- ট্যাগ:
- লাইফ
- ব্যবহার
- ফেলনা চা পাতা ও টী ব্যাগ