আফগানিস্তান : সামনে কী?
মার্কিন সেনা আফগান ভূখণ্ড ছাড়ার সঙ্গে সঙ্গে তালেবানের দ্বিমুখী চেহারা প্রকট হচ্ছে। একদিকে তারা ঘোষণা করছে- ভয়ের কোনো কারণ নেই, নারী-সংখ্যালঘুসহ দেশের সব মানুষের নিরাপত্তা দেওয়া হবে; অন্যদিকে অতি উৎসাহী তালেবানরা প্রকাশ্যে রাস্তায় তাণ্ডব চালাচ্ছে। তারা আসলে বদলাতে পারেনি, হয়তো চাইলেও বদলাতে পারবে না। যারা তাদের স্বাভাবিক মিত্র, তারাই তাদের বদলে বাদ সাধবে। নব্বইয়ের দশকে মোল্লা ওমরের নেতৃত্বাধীন তালেবানের প্রথম সরকারের চালিকাশক্তি ছিল আল-কায়েদা। দ্বিতীয় শক্তি ছিল পাকিস্তানের আইএসআই।