![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F16%2Fmongla-news-pic.jpg%3Fitok%3DzL-RFIVh)
মোংলায় অর্ধেক দামে পণ্যের প্রলোভন, অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মোংলায় ওয়ালটনের ভুয়া সাব ডিলার সেজে অর্ধেক দামে নতুন পণ্য দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হীরা বেগম ও মিজান শেখ দম্পতির বিরুদ্ধে। টাকা ফেরত পেতে হীরা বেগম ও মিজান শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মিঠাখালী গ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছে ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা তাদের দেওয়া টাকা ফেরত কিংবা টাকার বিনিময়ে মালামাল চাইতে গেলে উল্টো তাদের মারধরসহ হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে হীরা বেগমসহ তার স্বামী মিজান শেখ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতারণা
- গ্রাহক অভিযোগ