স্কুল গেটে অভিভাবকদের জটলা, স্বাস্থ্যবিধিতে অনীহা!
স্বাস্থ্যবিধি পালনে উদাসীনতা দেখা গেছে অভিভাবকদের। সকালে শিশু শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করে দেওয়ার পর স্কুল গেটগুলোতে তাদের তাদের ভিড় দেখা দেয়। এ সময় অভিভাবকদের মাঝে সামাজিক দূরত্ব পালনে উদাসীনতা দেখা যায়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এমন চিত্র দেখা গেছে।
সিদ্ধেশ্বরীতে অবস্থিত ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে দেখা গেছে, যাত্রী ছাউনিগুলোতে অভিভাবকরা অপেক্ষা করছেন। কিন্তু তাদের মাঝে কোনও সামাজিক দূরত্ব নেই। অনেকের মুখেও ছিল না মাস্ক। জটলা বেঁধে তারা কেউ কেউ সেলফি তুলছেন। আবার কেউ দাঁড়িয়ে আছেন। তবে শিশু শিক্ষার্থীদের যথেষ্ট স্বাস্থ্যবিধি পালন করতে দেখা গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে