![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F15%2Fkurigram-murder-photo-1-15.09.jpg%3Fitok%3Dg-b4fXpa)
গাছের ডাল কাটায় বিরোধ, পিটিয়ে হত্যার অভিযোগ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৫৫) নামের এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ত মধু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত আমজাদ হোসেন উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। নিহত আমজাদ হোসেনের স্ত্রী জিনারা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমাদের বসতভিটার আম গাছের আগা (মূলশাখা) কাটতে থাকেন মধু মিয়া।