![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F49350949-f967-417e-8aeb-d97bbd66bb8b%252FRajshahi_DH1092_20210715_IMG_20210715_065122.jpg%3Frect%3D0%252C0%252C3718%252C1952%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
এবার বিশ্ববিদ্যালয় খোলার অপেক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের নিচতলায় চলছে চুনকামের কাজ। হলের বাইরে সাবান–পানি দিয়ে হাত ধোয়ার জন্য বসানো হয়েছে তিনটি বেসিন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে সূর্য সেন হলে এমন চিত্র দেখা গেল। হল কার্যালয়ের একজন কর্মকর্তা জানালেন, এমনিতে হলটি অনেক পুরোনো। এর মধ্যে কিছু কিছু অংশে বেশি সমস্যা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় খুলবে, তাই সংস্কার করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কবে খুলছে জানতে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে কথা হয়। তিনি জানালেন, বিশ্ববিদ্যালয় খোলার সময় ঠিক করতে আগামীকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা ডাকা হয়েছে। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা এবং বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলতি সপ্তাহেই শেষ হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে হল খোলার কথা থাকলেও এখন এ মাসের শেষ নাগাদ তা হতে পারে।