পুলিশের এসআই ও তার স্ত্রী ঘুমের ট্যাবলেট সেবন করে হাসপাতালে
চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন ও তার স্ত্রী নিভা খাতুন ঘুমের ট্যাবলেট সেবন করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আল মামুন দামুড়হুদা উপজেলার নাটুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা থানার ওসি আবদুল খালেক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার ১১টা ৩৫মিনিটে পুলিশ সদস্যরা আল মামুন ও তার স্ত্রী নিভা খাতুনকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক নিভা খাতুনের পাকস্থলী ওয়াশ করে। আল মামুন শারীরিকভাবে ঝুঁকিমুক্ত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে