![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F12%2Fcar_arjun_krite.jpg%3Fitok%3DhyMQCFVP)
৫ মাসে গাড়ি বদলালেন অর্জুন, ৩ কোটিতে কিনলেন কৃতি
এনটিভি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:০০
তারকাদের সব খবর জানতে চান ভক্তরা। তবে সেই জানতে চাওয়ার আগ্রহের শীর্ষে থাকে ঘরের খবর। তেমনই দুই তারকার ঘরের খবর, বলিউড অভিনেতা অর্জুন কাপুর আর কৃতি শ্যানন বিলাসবহুল নতুন গাড়ি কিনেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন তাঁর ‘মিমি’ সিনেমার সফলতার জন্য নিজেকে নিজেই বিলাসবহুল নীল রঙের গাড়ি উপহার দিয়েছেন।