You have reached your daily news limit

Please log in to continue


একজন সমাজসচেতন কথাশিল্পী

নাজমা জেসমিন চৌধুরীর প্রয়াণের আড়াই যুগ অতিক্রান্ত হলো। ৩২ বছর অতিক্রান্ত হলেও তার জায়গায় কেউ তো দাঁড়াল না। সে অভাব থেকেই গেল। আমরা তখন ছুটছি তীব্রগতিতে সদ্য স্বাধীন দেশে। জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে। নতুন কিছু করা চাই। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, শিল্পকলা- সর্বক্ষেত্রে এক নবউত্থানের সম্ভাবনা। কিন্তু রাজনীতি হঠাৎ ভয়াবহ সংকটে নিপতিত হলো। এর মধ্যে '৭৫-এর মধ্য আগস্টে সংঘটিত রক্তাক্ত অধ্যায় এবং সামরিক শাসন দেশকে হঠাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক-অর্থনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করল। তারপরও নাটক-কবিতা-চিত্রকলা-উপন্যাস; অর্থাৎ সামগ্রিকভাবে শিল্পকলা '৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া গণমানুষের রায় এবং স্বপ্টম্ন নিয়ে যাত্রা অব্যাহত রাখল। এই যাত্রাপথে আমরা আবার সাক্ষাৎ পেলাম নাজমা জেসমিন চৌধুরীর। অন্য এক নাজমা আপা। সদাহাস্য, বিনয়ী মানুষ। সংগঠক ও সৃষ্টিশীল একজন মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন