কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরিচ্ছন্নতাকর্মীদের ফ্লাট প্রকল্প নিয়ে যা ভাবছে সরকার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৩

সরকার এবার রাজধানীর বাইরে কর্মরত বিভিন্ন পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথম পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৫৯ জেলার ৬৬টি পৌরসভায় এসব আবাসিক ভবন নির্মাণ করা হবে। বাকি পৌরসভার কর্মীরা পর্যায়ক্রমে আবাসিক সুবিধা পাবেন। এদের জন্য নির্মিত হবে ৩ হাজার ৪০টি ফ্লাট। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।


সূত্র জানিয়েছে, দেশের বিভিন্নস্থানে গুরুত্বপূর্ণ পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা প্রকট। রাজধানীসহ বিভিন্ন সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক সুবিধা থাকলেও গুরুত্বপূর্ণ পৌরসভার কর্মীদের এ সুবিধা নেই। তারা নিজ নিজ কর্মস্থলে বাসাভাড়া করে থাকছেন। সরকার বিষয়টি উপলব্ধি করেই ‘পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও