রে-ব্যানের সঙ্গে হাত মিলিয়ে স্মার্ট গ্লাস আনল ফেসবুক। এই স্মার্ট গ্লাস ব্যবহার করে সম্পূর্ণ নতুন উপায়ে ছবি ও ভিডিও ক্যাপচার করা যাবে। নিজের অ্যাডভেঞ্চার শেয়ার করার সঙ্গেই গান শোনা, ফোন কলও করা যাবে স্মার্ট গ্লাস থেকেই।
রে-ব্যানের তৈরি এই স্মার্ট গ্লাস পরে গান শোনা, ফোন ধরা, ছবি ও ভিডিও রেকর্ড করার মতো কাজ করতে পারবেন গ্রাহক। পাশাপাশিই আবার, এই স্মার্ট গ্লাসের সাহায্যে ছবি অথবা ভিডিও, সরাসরি ফেসবুকের যে কোনও প্ল্যাটফর্মে আপলোড করা যাবে।