![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/09/installation-of-single-mooring-matarbari-090921-01.jpg/ALTERNATES/w640/installation-of-single-mooring-matarbari-090921-01.jpg)
এক বছরের মধ্যে গভীর সাগরের মুরিংয়ে তেল খালাসের আশা
আমদানি করা তেল জাহাজ থেকে দ্রুত ও সশ্রয়ীভাবে খালাস করার জন্য গভীর সমুদ্রে দুই পাইপ লাইনের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ করার আশা করছে সরকার।
এসপিএম চালু হলে দ্রুত তেল খালাসের পাশাপাশি বছরে প্রায় ৮০০ কোটি সাশ্রয় হবে বলে আশা করছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ।
মঙ্গলবার মহেশখালীতে প্রকল্পের স্টোরেজ ট্যাংক নির্মাণ এলাকায় তিনি সাংবাদিকদের বলেন, “আগামী বছরের অগাস্টেই প্রকল্পের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে