কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আত্মহত্যার দায় কেবল ব্যক্তির?

আজকাল প্রায়ই সংবাদমাধ্যম এমনকি অন্তর্জালের সুবাদে স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিয়ে ধরার স্থায়িত্বের যবনিকাপাতের বৃত্তান্ত দেখতে পাই। সুন্দর এ পৃথিবীতে মরিতে চাহি না। অথচ জীবনের ইতি টানার এত তাড়াহুড়া কেন?
গেল ২৬ আগস্ট বন্ধু শেখর যে কিনা বিশ্ববিদ্যালয় পড়ূয়া তরতাজা যুবক। ব্যাংকিং সেক্টরে নিজেকে নিয়োজিত রেখে নিজে এবং পরিবারের মুখে হাসি ফুটিয়ে আসছিল। এমন কী ঘটল হঠাৎ করে নিজ হাতে জীবনের বাতি নেভাতে হবে? সেদিন নিজেকে খুব স্বার্থপর ও অসহায় মনে হলো। কেন বন্ধু-স্বজন, প্রতিবেশী, ছাত্র, চাকরিজীবী ও গৃহিণীরা নিজ প্রাণ হরণে প্রলুব্ধ হয়? এ দায় কি কেবল আত্মহত্যাকারী এবং এর প্রবণতার সঙ্গে জড়িত ব্যক্তির? কেন এ দায় আমরা এড়িয়ে যাচ্ছি? কোথায় যেন গলদ?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন