আটক জেএমবি সদস্য স্ত্রী-সন্তানকে আনতে চেয়েছিলেন আজ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগেই সিটি ডেভেলপার লিমিটেড হাউজিং সোসাইটি। মূল সড়ক থেকে দুই মিনিটের হাঁটাপথ দূরত্বে একটা চারতলা ভবনের দ্বিতীয় তলায় বাসা ভাড়া নিয়েছিলেন জঙ্গিরা। ওই বাড়িটির মালিক শাহজাহান থাকেন মোহাম্মদপুর এলাকাতেই। আর বাড়িটি দেখাশোনা করতেন সিকিউরিটি গার্ড মো. মহিউদ্দীন। বাড়ি ভাড়া দেওয়া-ওঠানোর যাবতীয় কাজ করতেন তিনিই। এই বাড়ি থেকেই আটক জেএমবির শীর্ষ নেতা অগ্রীম পাঁচ হাজার টাকা দিয়ে বাসা ভাড়া নেন। তার স্ত্রী-সন্তানকে নিয়ে আজ বাসায় আসার কথা ছিল বলে জানিয়েছেন বাড়িটির সিকিউরিটি গার্ড।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ওই বাড়িটিতে অভিযান চালিয়ে জেএমবির শীর্ষস্থানীয় নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করে র্যাব। এরপর সকাল থেকে র্যাবের ডগ স্কোয়াড ও বোমা ডিস্পোজাল ইউনিট অভিযান চালায়।