You have reached your daily news limit

Please log in to continue


বিজ্ঞান চর্চার সংস্কৃতি গড়ে তোলা জরুরি

পরাধীন জাতির বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার সুযোগ থাকে না। বাঙালি দীর্ঘকাল পরাধীন থেকেছে। সে সময় সাধারণ মানুষের খেয়েপরে বেঁচে থাকাই কঠিন ছিল। শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ এবং সাধ্য কোনোটাই তখন তাদের ছিল না। পরাধীনতার শেষ শতকে অবস্থার খানিকটা পরিবর্তন ঘটলেও জীবনঘনিষ্ঠ শিক্ষা আমাদের পূর্বপুরুষদের সূদুরপরাহতই থেকে যায়। ব্রিটিশ আমল বলি আর পাকিস্তান আমল বলি, উভয় শাসনামলেই এদেশের মানুষের শিক্ষা অমার্জনীয় অবহেলার শিকার হয়। প্রজা অধিক শিক্ষিত হলে রাজার জন্য তা ভয়ের কারণ হয়- এ আপ্তবাক্য বিদেশি শাসকদের না বোঝার কথা নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন