বাজাজের যতগুলো বাইক আছে তার মধ্যে মাইলেজ বেশি পাওয়া যায় প্লাটিনা ১০০ মডেলটিতে। এতে এক লিটার জ্বালানিতে ৮০ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। ভারত ও বাংলাদেশের বাজারে বাইকটি পাওয়া যাচ্ছে।
এই মোটরসাইকেলে থাকছে একটি ১০২ সিসির ইঞ্জিন। যা এই মোটরসাইকেলকে মাইলেজের দিক থেকে দেশের অন্যতম সেরার তকমা দিয়েছে।