![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252Fcb279762-f371-41ff-97a3-b0a5330689e8%252FCapturereutuu56u.JPG%3Fw%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
তালেবানের দলীয় দ্বন্দ্ব মেটাতে এই মন্ত্রিসভা?
তালেবানের নিজেদের মধ্যে মতবিরোধ, দল–উপদল আছে। এ কারণে তাদের সরকার গঠনে বেশ কয়েক দিন সময় লেগে গেল। সরকার গঠনের ঘোষণা দেওয়া সোজা। কিন্তু জাতিসংঘ ঘোষিত একটি সন্ত্রাসী গোষ্ঠীকে গতানুগতিক একটি ইসলামি আমিরাতের সরকারে রূপান্তরিত করে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় অনেক কঠিন কাজ।