![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkustia-20210908100418.jpg)
ভাতার টাকা না পেয়ে সমাজসেবা কার্যালয়ে অনশন
কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় এক বছর ধরে ভাতা পাচ্ছেন না সমাজসেবা অধিদপ্তরের বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী শতাধিক নারী-পুরুষ। দিনের পর দিন সমাজসেবা অফিসে ধরনা দিয়েও ভাতার টাকা পাননি তারা। শেষ পর্যন্ত বিক্ষুব্ধ অর্ধশতাধিক নারী-পুরুষ উপজেলা সমাজসেবা কার্যালয়ে দিনভর অনশন করেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ অনশন কর্মসূচি পালন করেন তারা। পরে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ নারী-পুরুষ তাদের অনশন ভঙ্গ করেন।