You have reached your daily news limit

Please log in to continue


ছোট অসতর্কতায় বড় অপরাধ

কোনো নাগরিক মোবাইল ফোনের একটি সিম নিবন্ধন করতে গিয়ে নিজের অজান্তেই অন্যের অপরাধ সংঘটন সহজ করে দিচ্ছেন কিনা, একটি এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একাধিক সিম ব্যবহারের বিধান চালুর সময়ই এ প্রশ্ন উঠেছিল। মঙ্গলবার সমকালে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনের ভাষ্যে সেই আশঙ্কাই সত্য প্রমাণ হয়েছে। সিটিটিসি তথা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার অপরাধ তদন্ত বিভাগের অনুসন্ধান সূত্রে দেখা যাচ্ছে- নিবন্ধনকারী নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি মাত্র সিম ব্যবহার করলেও তার অজান্তেই একই এনআইডি দিয়ে সক্রিয় রয়েছে একাধিক মোবাইল সিম।

এসব সিম ব্যবহার করে সংঘটিত হচ্ছে নানা প্রতারণা, হুমকি ও মোবাইল ব্যাংকিং প্রতারণা কিংবা অর্থ পাচারের মতো অঘটন। আমরা মনে করি, এভাবে ছোট অসতর্কতায় বড় অপরাধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। এতে করে নিছক ব্যক্তির হয়রানি ও বিড়ম্বনা নয়; রাষ্ট্র ও সমাজের জন্যও সৃষ্টি হচ্ছে সামষ্টিক ঝুঁকি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন