![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2021/09/07/image-229157.jpg)
আত্রাইয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ কারাগারে
নওগাঁর আত্রাইয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত মোজাম্মেল শেখ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে। ভুক্তভোগী পরিবার জানায়, গত রবিবার বিকালের দিকে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী মোজাম্মেল শিশুটিকে কিছু খাওয়ার জন্য টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।